Showing posts with label Technology. Show all posts
Showing posts with label Technology. Show all posts

15 September, 2011

Bullet-proof Man

বুলেট ঠেকাতে আর জ্যাকেট নয়, এবার মানুষ নিজেই হতে পারবে বুলেটপ্রুফএত দিন যা সম্ভব হয়েছে শুধু বৈজ্ঞানিক কল্পকথায়, এখন তা সম্ভব হবে বাস্তবেওআর এর পেছনে কাজ করছে শিল্প আর বিজ্ঞানের মিশ্রণডাচ শিল্পী জলিলা ইসাইদি ও কোষবিদ্যা বিশারদ আবদেলওয়াহেব এল গালজৌরি মাকড়সার রেশম ও মানুষের ত্বকের সমন্বয়ে এমন এক শক্তিশালী পদার্থ তৈরি করেছেন, যা বুলেট ঠেকাতে সক্ষম গবেষকরা জানিয়েছেন, বিশেষ প্রজাতির মাকড়সা রয়েছে, যাদের দেহে উৎপন্ন হওয়া রেশম বেশ মজবুতএর সঙ্গে মানুষের ত্বকের সমন্বয় ঘটানো হয়েছিলকিন্তু দেখা গেছে, এর ফলে নতুন যে 'ত্বকটি' তৈরি হয়েছে, তা বেশ শক্তিশালী ও মজবুত বিজ্ঞানীরা ভাবছেন, এ পদার্থ পুড়ে যাওয়া রোগীদের ত্বক, মাংস ও হাড়ের পুনর্গঠনে ব্যাপক ভূমিকা রাখবেএ ছাড়া বিজ্ঞানের অগ্রযাত্রার কল্যাণে অদূর ভবিষ্যতে ব্যাপারটি শুধু এমন চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তবে রূপ দেবে মানুষের বুলেটপ্রুফ হয়ে ওঠার যাবতীয় কল্পকথাকেও গবেষণাগারে এরই মধ্যে নতুন ওই ত্বকের ক্ষমতার ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন উদ্ভাবকরাদেখা গেছে, সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে ছোড়া রাইফেলের গুলি ঠেকাতে পেরেছে সেটিতবে গবেষকরা জানিয়েছেন, এটি শুরু মাত্র এ নিয়ে কাজ চলবেখুব শিগগিরই পুরোপুরি বুলেটপ্রুফ ত্বক উদ্ভাবন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী

                                                                                                                      সূত্র : দ্য ডেইলিমেইল অনলাইন

Related Posts

Popular Posts

free counters