20 November, 2011

Ribbon Hero (MS Office Game)

Ribbon Hero’ নামে একটি গেইম তৈরি করেছে Microsoft যেই গেইম এ এমএস ওফিস সফটওয়্যারের বিভিন্ন Program নিয়ে ব্যবহারকারীদের খেলতে হবে। বন্ধুদের সাথেও খেলা যাবে ফেইসবুকে শেয়ার করার মাধ্যমে। রিবন হিরোর অন্যতম Designer জেনিফার মাইকেল স্টেইন বলেছেন, ‘Game টি তে Microsoft Office এর প্রতিটি প্রোগ্রামই তুলে আনা হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা সফটওয়্যারটির ওপর দক্ষ হয়ে উঠতে পারবেন। আনন্দের মধ্য দিয়ে শেখানোর পদ্ধতি অবলম্বন করা হয়েছে গেইমটিতে। আমরা খুবই আশাবাদী গেইমটি নিয়ে।’ তার মতে, প্রচলিত গেইম এর মত রিবন হিরো নয়। কেউকে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যেও এটি তৈরি করা হয়নি। বরং রিবন হিরো গেইমটিতে ব্যবহারকারীদের কাছে এমএস অফিস এর অজানা অনেক প্রোগ্রাম তুলে ধরা হয়েছে। গেইমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা তাদের কাজের ফাঁকের ছোট্ট বিরতিতেও খেলতে পারেন।গেইমটির বিভিন্ন স্তর পেরলেই পাবেন পয়েন্ট যাতে বুঝতে পারেন আপনার জানার দক্ষতা সফটওয়্যারটির ওপর কতটুকু বাড়ল ‘রিবন হিরো’ খেলার জন্য লাগবে Microsoft Office 2007 বা পরবর্তী সময়ের সংস্করণ। আর থাকতে হবে Operating System Windows 7 , Vista অথবা XP
Game টি ডাউনলোড করতে নিচের Link টিতে Click করুন >>

Video Game Recorder

Video Game খেলার সময় অনেকেই Computer এ ভিডিও আকারে গেইমগুলো সংরক্ষণ করে রাখতে চান Video করে রাখতে পারেন আপনার খেলা পছনদের যেকোনো গেইম, Game এ ব্যবহৃত দৃশ্যগুলো। আজ আমি দুটো video Game record করার সফটওয়্যার নিয়ে আলোচনা করব

1.  ভিডিও গেইম রেকর্ড করে রাখার সবচেয়ে জনপ্রিয় Software হচ্ছে Taksi এই সফটওয়্যার দিয়ে গেইম ভিডিও করার পাশাপাশি AudioAudio হিসেবে আপনার Voice ও এর সাথে Record করা যাবে Microphone এর সাহায্যে। Open Source ভিত্তিক মাত্র ২১০ কিলোবাইট এর এই সফটওয়্যারটি বিনামুল্যে Download করতে এখানে ক্লিক করুন

2.   Windows default ভাবে সাধারণত কোনো Video Game খেলার সময় তা সংরক্ষণ করে রাখা যায় না। তবে ভিডিও গেইম রেকর্ডার নামের সফটওয়্যারটি ইনস্টল করে যেকোনো গেইম খেলার সময় গেইমটি ভিডিও আকারে রেকর্ড করে রাখতে পারেনসফটওয়্যারটি বিনামুল্যে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

CALL OF DUTY : BLACK OPS

বাজারে আসার প্রথম দিনেই ৫৬ লক্ষ কপি বিক্রির রেকর্ড করেছে ভিডিও গেইম ‘CALL of DUTY: BLACK OPS' ।
যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য – এ দুই দেশেই ৩৬ কোটি মার্কিন ডলার আয় করেছে গেইমটি। Action নির্ভর Game টি ‘Call of Duty’ সিরিজের সপ্তম সংস্করণ হিসেবে বাজারে এসেছে। এর মালিক Activision ব্লিজার্ড জানিয়েছে, গত বছর ‘Call ofDuty: Modern Warfare’ গেইমটি প্রথম দিনে ৪.৭ মিলিয়ন কপি বিক্রি হওয়ায় আয়ের পরিমাণ ছিল ৩১ কোটি মার্কিন ডলার। 

Video Game Console

ভিডিও গেইম কনসোল মূলত স্বতন্ত্র গেইম ডিভাইস। এটি কমপিউটার বা টেলিভিশনের সাথে যুক্ত করে উচ্চমানের রেজুলেশনের বিভিন্ন ভিডিও গেইম খেলা যায়। পঞ্চাশের দশকের শুরুর দিকে সরব প্রথম Computer Game বাজারে এলেও ম্যাগনাভক্স নামের স্বতন্ত্র video game console বাজারে আসে ১৯৭২ সালে। রাফ এইচ বায়ার নামের একজন Engineer এটি আবিস্কার করেছিলেন। বর্তমানে এই ভিডিও গেইমের বাজার কয়েক শ কোটি ডলারের। PS3, Nintendo, XBOX সহ বর্তমানে অনেক ভিডিও গেইম কনসল বাজারে রয়েছে।নিন্টেন্ডোই বিশ্বের প্রথম ত্রিমাত্রিক ভিডিও গেইম কনসল বাজারে এনেছে।গেইমটির নাম Nintendo 3DS.

Related Posts

Popular Posts

free counters