20 November, 2011

Ribbon Hero (MS Office Game)

Ribbon Hero’ নামে একটি গেইম তৈরি করেছে Microsoft যেই গেইম এ এমএস ওফিস সফটওয়্যারের বিভিন্ন Program নিয়ে ব্যবহারকারীদের খেলতে হবে। বন্ধুদের সাথেও খেলা যাবে ফেইসবুকে শেয়ার করার মাধ্যমে। রিবন হিরোর অন্যতম Designer জেনিফার মাইকেল স্টেইন বলেছেন, ‘Game টি তে Microsoft Office এর প্রতিটি প্রোগ্রামই তুলে আনা হয়েছে যার মাধ্যমে ব্যবহারকারীরা সফটওয়্যারটির ওপর দক্ষ হয়ে উঠতে পারবেন। আনন্দের মধ্য দিয়ে শেখানোর পদ্ধতি অবলম্বন করা হয়েছে গেইমটিতে। আমরা খুবই আশাবাদী গেইমটি নিয়ে।’ তার মতে, প্রচলিত গেইম এর মত রিবন হিরো নয়। কেউকে প্রশিক্ষণ দেয়ার উদ্দেশ্যেও এটি তৈরি করা হয়নি। বরং রিবন হিরো গেইমটিতে ব্যবহারকারীদের কাছে এমএস অফিস এর অজানা অনেক প্রোগ্রাম তুলে ধরা হয়েছে। গেইমটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে ব্যবহারকারীরা তাদের কাজের ফাঁকের ছোট্ট বিরতিতেও খেলতে পারেন।গেইমটির বিভিন্ন স্তর পেরলেই পাবেন পয়েন্ট যাতে বুঝতে পারেন আপনার জানার দক্ষতা সফটওয়্যারটির ওপর কতটুকু বাড়ল ‘রিবন হিরো’ খেলার জন্য লাগবে Microsoft Office 2007 বা পরবর্তী সময়ের সংস্করণ। আর থাকতে হবে Operating System Windows 7 , Vista অথবা XP
Game টি ডাউনলোড করতে নিচের Link টিতে Click করুন >>

Video Game Recorder

Video Game খেলার সময় অনেকেই Computer এ ভিডিও আকারে গেইমগুলো সংরক্ষণ করে রাখতে চান Video করে রাখতে পারেন আপনার খেলা পছনদের যেকোনো গেইম, Game এ ব্যবহৃত দৃশ্যগুলো। আজ আমি দুটো video Game record করার সফটওয়্যার নিয়ে আলোচনা করব

1.  ভিডিও গেইম রেকর্ড করে রাখার সবচেয়ে জনপ্রিয় Software হচ্ছে Taksi এই সফটওয়্যার দিয়ে গেইম ভিডিও করার পাশাপাশি AudioAudio হিসেবে আপনার Voice ও এর সাথে Record করা যাবে Microphone এর সাহায্যে। Open Source ভিত্তিক মাত্র ২১০ কিলোবাইট এর এই সফটওয়্যারটি বিনামুল্যে Download করতে এখানে ক্লিক করুন

2.   Windows default ভাবে সাধারণত কোনো Video Game খেলার সময় তা সংরক্ষণ করে রাখা যায় না। তবে ভিডিও গেইম রেকর্ডার নামের সফটওয়্যারটি ইনস্টল করে যেকোনো গেইম খেলার সময় গেইমটি ভিডিও আকারে রেকর্ড করে রাখতে পারেনসফটওয়্যারটি বিনামুল্যে ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

CALL OF DUTY : BLACK OPS

বাজারে আসার প্রথম দিনেই ৫৬ লক্ষ কপি বিক্রির রেকর্ড করেছে ভিডিও গেইম ‘CALL of DUTY: BLACK OPS' ।
যুক্তরাষ্ট ও যুক্তরাজ্য – এ দুই দেশেই ৩৬ কোটি মার্কিন ডলার আয় করেছে গেইমটি। Action নির্ভর Game টি ‘Call of Duty’ সিরিজের সপ্তম সংস্করণ হিসেবে বাজারে এসেছে। এর মালিক Activision ব্লিজার্ড জানিয়েছে, গত বছর ‘Call ofDuty: Modern Warfare’ গেইমটি প্রথম দিনে ৪.৭ মিলিয়ন কপি বিক্রি হওয়ায় আয়ের পরিমাণ ছিল ৩১ কোটি মার্কিন ডলার। 

Video Game Console

ভিডিও গেইম কনসোল মূলত স্বতন্ত্র গেইম ডিভাইস। এটি কমপিউটার বা টেলিভিশনের সাথে যুক্ত করে উচ্চমানের রেজুলেশনের বিভিন্ন ভিডিও গেইম খেলা যায়। পঞ্চাশের দশকের শুরুর দিকে সরব প্রথম Computer Game বাজারে এলেও ম্যাগনাভক্স নামের স্বতন্ত্র video game console বাজারে আসে ১৯৭২ সালে। রাফ এইচ বায়ার নামের একজন Engineer এটি আবিস্কার করেছিলেন। বর্তমানে এই ভিডিও গেইমের বাজার কয়েক শ কোটি ডলারের। PS3, Nintendo, XBOX সহ বর্তমানে অনেক ভিডিও গেইম কনসল বাজারে রয়েছে।নিন্টেন্ডোই বিশ্বের প্রথম ত্রিমাত্রিক ভিডিও গেইম কনসল বাজারে এনেছে।গেইমটির নাম Nintendo 3DS.

10 October, 2011

Apple - Introducing iPhone 4S


Assalamu alaikum.ajker tune ta notun smart phone Apple - iPhone 4S niye. eti ekti osadharon ekti mobile.ei video ti dekhlei bujhte parben. ei video ti theke apnara jante parben camera,display,mobile er parts ittadir khomota ebong er gothon somporke.please eti dekhun ebong valo lagle comment korun. sobai valo thakben. 
         Allah Hafej

16 September, 2011

SEO Basic: What is Search Ensign Optimization?



SEO Basic
    Assalamu Alaikum.ashakori sobai achen.amiyo valo Allah'r oshesh kripay valo achi.aj ami apnader SEO somporke bolbo.jara online e kaj koren ba korte chan kintu SEO somporke temon janen na, amar ei lekhati shudhu matro tader jonnoi lekha.

monojog diye porun :

 
SEO mane holo "Search Ensign Optimization".SEO er maddhome ekta website er traffic khub sohojei barano jay,site ti jonopriyo kora jay,visitor barano jay,website er page rang barano jay,aro onek subidha ba upokar pawa jay.ete kore apnar website theke khub sohojei apni income korte parben.ei jonno prothom kaj ti holo apni kon bishoye website khulben seta nirbacon kora.porer kaj ta holo apnar website er lekhar sathe mil rekhe ,website er bisoyer sathe mil rekhe ekta choto kintu kichuta holeo uncommon ekta keyword nirbacon kora jate oi keyword ta likhe keu Google search ensign e search korle apnar website ta top 10 kinba top 5/4/3 er moddhe dekhay.r sobai kono kichu search korle prothom 4ta link ei beshi probesh kore.ejonno top4 er moddhe apnar website ti dekhte caile SEO er kono bikolpo nei nei ebong nei.


nice ekti video tutorial deya ache.apnara ei tutorial theke jante parben :

           1.   SEO ki ?
           2.   SEO koto prokar ebong ki ki ?
           3.   SEO kivabe korte hoy ?




 eti dekhe jodi apnader valo lege thake othoba apnara jodi bujhte na paren tahole please ekhane comment korben.ami tahole apnader k aro sohojvabe bojhate parbo ebong aro tutorial add korar jonno ami utasahee hobo.apnader sobaike dhonnobad amr ei lekhati monojog diye porar jonno.sobai valo thakben. 

Allah Hafej

15 September, 2011

Bullet-proof Man

বুলেট ঠেকাতে আর জ্যাকেট নয়, এবার মানুষ নিজেই হতে পারবে বুলেটপ্রুফএত দিন যা সম্ভব হয়েছে শুধু বৈজ্ঞানিক কল্পকথায়, এখন তা সম্ভব হবে বাস্তবেওআর এর পেছনে কাজ করছে শিল্প আর বিজ্ঞানের মিশ্রণডাচ শিল্পী জলিলা ইসাইদি ও কোষবিদ্যা বিশারদ আবদেলওয়াহেব এল গালজৌরি মাকড়সার রেশম ও মানুষের ত্বকের সমন্বয়ে এমন এক শক্তিশালী পদার্থ তৈরি করেছেন, যা বুলেট ঠেকাতে সক্ষম গবেষকরা জানিয়েছেন, বিশেষ প্রজাতির মাকড়সা রয়েছে, যাদের দেহে উৎপন্ন হওয়া রেশম বেশ মজবুতএর সঙ্গে মানুষের ত্বকের সমন্বয় ঘটানো হয়েছিলকিন্তু দেখা গেছে, এর ফলে নতুন যে 'ত্বকটি' তৈরি হয়েছে, তা বেশ শক্তিশালী ও মজবুত বিজ্ঞানীরা ভাবছেন, এ পদার্থ পুড়ে যাওয়া রোগীদের ত্বক, মাংস ও হাড়ের পুনর্গঠনে ব্যাপক ভূমিকা রাখবেএ ছাড়া বিজ্ঞানের অগ্রযাত্রার কল্যাণে অদূর ভবিষ্যতে ব্যাপারটি শুধু এমন চিকিৎসাতেই সীমাবদ্ধ থাকবে না, বাস্তবে রূপ দেবে মানুষের বুলেটপ্রুফ হয়ে ওঠার যাবতীয় কল্পকথাকেও গবেষণাগারে এরই মধ্যে নতুন ওই ত্বকের ক্ষমতার ওপর পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছেন উদ্ভাবকরাদেখা গেছে, সাধারণ গতির চেয়ে অর্ধেক গতিতে ছোড়া রাইফেলের গুলি ঠেকাতে পেরেছে সেটিতবে গবেষকরা জানিয়েছেন, এটি শুরু মাত্র এ নিয়ে কাজ চলবেখুব শিগগিরই পুরোপুরি বুলেটপ্রুফ ত্বক উদ্ভাবন করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদী

                                                                                                                      সূত্র : দ্য ডেইলিমেইল অনলাইন

Transfer Money from oDesk to Bank Account

     Assalamu Alaikum.sobai nishcoi valo achen.amiyo Alhamdulillah valo achi.amra onekei oDesk e kaj kore thaki.kintu onekei jani na kivabe oDesk theke Taka hate pawa jay, kivabe bojha jabe j oDesk er account e Taka eseche kingba asbe.
ajker tune ta holo oDesk  theke kivabe Bank account e taka pathate hoy sei bishoye.
apnader subidhar jonno ami ekhane ekti video tutorial add  korechi.ei video ti theke kivabe odesk e Taka ase, Taka eseche kina kivabe bojha jabe,Taka kivabe Bank account e transfer korte hobe sob kichu jante parben.
ekta kotha obossoi mone rakhben apnar bank account ti obossoi oDesk e othoba Moneybookers er account e verify kore nite hobe.jodi eti theke apni kichuta holeo upokrito hon taholei amr lekhati sarthok.kono kichu bujhte somossa hole ba kono proshno thakle obossoi ekhane comment korben.ami apnader proshner uttor diye sahajjo korbo.ami ekhane aro video tutorial add korbo.doa korben amar jonno.sobaike dhonnoabad janiye ajker moto shesh korchi.sobai valo thakben.


                          Allah Hafej




Related Posts

Popular Posts

free counters